Your Que ×

Mybookzone.net request you to maintain a queue of atleast 10 books. You will be able to give a pickup request once you make a queue of 10 books.

# Book Order
1 Sleepless in scotland by Karen Hawkins Sleepless in scotland by Karen Hawkins By Karen Hawkins
2 eric seagal eric seagal By
Continue

ASARIRI BHAYONKAR

চোখের পলকে ঝুরো মাটির আবরণ সরিয়ে ভ্যাম্পায়ারটা এক ঝটকায় উঠে বসল। ওটার গা বেয়ে মাটির গুঁড়ো ঝরে পড়তে লাগল। ভ্যাম্পায়ারের মুখটা লম্বাটে। সারা গা ফ্যাকাসে সাদা। চোখ আর ঠোঁট লাল। মাথা ভরতি ঢেউখেলানো ঝাঁকড়া চুল। গায়ে কাদামাটি মাখা একটা ফুলস্লিভ শার্ট, আর গাঢ় ছাই রঙের চকচকে একটা প্যান্ট।

একটা দাঁড়াশ সাপ যেভাবে গাছ বেয়ে ওঠে ঠিক সেভাবে নিলির গা বেয়ে সড়সড় করে উঠে দাঁড়াল ভ্যাম্পায়ারটা। এক ঝাপটায় ছিঁড়ে নিল নিলির গলার রুমাল।

নিলি চোখ বড় করে চিৎকার করতে শুরু করল।

১৩টি অলৌকিক কাহিনি। সবকটাই নতুন এবং ভয়ঙ্কর।

Add to Q

Recommended